বিমল গুরুং এর মতো দেশদ্রোহী তৃণমূলের ওয়াশিং মেশিনে দেশপ্রেমী : কটাক্ষ রাজীবের

10th February 2021 9:53 am বীরভূম
বিমল গুরুং এর মতো দেশদ্রোহী তৃণমূলের ওয়াশিং মেশিনে দেশপ্রেমী : কটাক্ষ রাজীবের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : ,পূর্ব বর্ধমানের কালনার মঞ্চ থেকে মুখ‍্যমন্ত্রী র তোলা কটাক্ষের জবাব বীরভূমের তারাপীঠের মাটি থেকে দিলেন তার ই মন্ত্রীসভার প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিজেপি শিবিরের নেতা রাজীব ব‍্যানার্জী । মুখ‍্যমন্ত্রী সহ তৃণমূল কে সবথেকে বড় ' ওয়াশিং মেশিন ' বলে কটাক্ষ করে প্রাক্তন মন্ত্রী বলেন , ছত্রধর মাহাতো যাকে জেলে মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হল , সেখান থেকে বের হবার পরে তৃণমূলের ওয়াশিং মেশিনে তার সব কালো সাদা হয়ে গেল । বিমল গুরুং এর মত দেশদ্রোহী যাকে রাজ‍্যে ঢুকতে দেয় নি , সে যখন ই তৃণমূলের সাথে সম্পর্ক স্থাপন করলো সে হয়ে গেল দেশপ্রেমী । এছাড়াও তারাপীঠের মঞ্চ থেকে একাধিক উদাহরণ সামনে হাজির করে তিনি বলেন , খেলা হবে এই মাঠেই । খেলোয়াড় এক , মাঠ ও এক শুধু জার্সি বদল হয়েছে । সময় এলেই দেখিয়ে দেওয়া হবে কে কত বড় খেলোয়াড় ! মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কালনার জনসভা মঞ্চে দাঁড়িয়ে দলত‍্যাগীদের নিশানা করে বলেন " দুষ্টু গরুর থেকে শূণ‍্য গোয়াল ভালো । যারা পাপ করেছে তারা চলে গেছে । ভালোই হয়েছে । মুখ‍্যমন্ত্রী র এই বক্তব‍্যের রেশ টেনে প্রাক্তন মন্ত্রী বলেন , অন‍্য দল থেকে যখন আপনার দলে লোকজন আসছিল তখন তো ক ই সে কথা মনে হয় নি । আপনার গোয়াল শূণ‍্য ই হয়ে যাবে , কেউ থাকবে না আর কিছুদিন পর । আপনিও বুঝে যাবেন কে পাপী আর কে পূন‍্যবান ! 





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।